➡ আপনাদের ফেসবুক সিক্রেট গ্রুপ খোলা হয়েছে। এখন থেকে আপনাদের ব্যাচের যেকোনো তথ্য এবং প্রতিটি ক্লাসের লিংক ক্লাস শুরুর ৫মিনিট পূর্বে ওই গ্রুপের মাধ্যমে জানানো হবে। তাই সবাইকে গ্রুপটিতে জয়েন করার অনুরোধ করা হলো। গ্রুপে জয়েনের ক্ষেত্রে যেকোনো সহযোগিতায় 01764612668 সকাল ১০টা থেকে রাত ১০টা। (বি.দ্র: গ্রুপে জয়েনের ক্ষেত্রে ২টি প্রশ্নের উত্তর না প্রদান করা পর্যন্ত কোনো অবস্থাতেই আপনার রিকুয়েস্ট অ্যাক্সেপ্ট করা হবে না।) গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/332736342030766 ধন্যবাদ। ই-স্কয়ার। ➡এছাড়া যেকোনো সহযোগিতায় 01764612668, 01618853332 (সকাল ১০টা থেকে রাত ১০টা)।