IBA MBA Admission Preparation (MDC)

By: Shakil Chowdhury
In: Academicনোটিশ: ইতিমধ্যেই আপনাদের সিক্রেট ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, এখন থেকে এই গ্রুপের মাধ্যমেই আপনাদের ব্যাচের যেকোনো আপডেট জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি আপনাদের যেকোনো সমস্যা এবং পরামর্শও আপনারা এই গ্রুপের মাধ্যমেই জানাতে পারবেন। তাই সকলকে গ্রুপে যোগদান করার অনুরোধ করা হলো। অবশ্যই ২টি প্রশ্নের উত্তর দিয়ে জয়েন রিকুয়েস্ট পাঠাবেন। অন্যথায় আপনার রিকুয়েস্ট অ্যাক্সেপ্ট করা হবে না।
আপনাদের ব্যাচের গ্রুপ লিংক:
https://www.facebook.com/groups/499326874669513
আপনাদের যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করুন 01764612668 (সকাল ১০টা থেকে রাত ১০টা)।
ধন্যবাদ,
একলেকটিক এডুকেশন।